Home

home/hot-posts

How To Get Google AdSense Approval For Blogger ।

Ad Code Here



আপনারা যারা ব্লগিং বা ব্লগার ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভাল অন করে টাকা উপার্জন করতে চাচ্ছেন, তাদের জন্য এই পোস্ট টা খুবি গুরুত্বপুর্ন,

একটা ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন এপ্রুভাল করতে কি শর্তাবলি পূরণ করতে হয়।

আর আপনি যদি এই  শর্তাবলি গুলো না যেনে আপনার ব্লগার ওয়েবসাইটটিকে সারাজীবনও চেষ্টা করেন মনিটাইজেশন অন করতে তাহলে সেটা করতে পারবেন না ।

যদি আপনি গুগলের রুলস অনুযায়ী কাজ না করেন, তাই আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,

একটি গুগল এডসেন্স এপ্রুভাল ব্লগার ওয়েবসাইট করতে কি কি শর্তাবলি পুরণ করতে হবে, এছাড়াও যদি আপনি অলরেডি আপনার ওয়েবসাইটটিকে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করে থাকেন আর

সেটা যদি এপ্রুভ না হয়ে থাকে সে ক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে ।


আপনার যদি একটি ব্লগারে ওয়েবসাইট থাকে আর সেই ওয়েবসাইটটিকে যদি আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে মনিটাইজেশন করে টাকা আয় করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যেই নিয়মগুলো মেনে চলতে হবে সব লিস্ট আকারে বলে যাবো।


প্রথমেই আপনার এডসেন্স এপ্রুভাল পেতে ১০০% নিজের এবং ইউনিক, ইন্টারেস্টেড কনটেন্ট হতে হবে ।

আপনার যদি কোনো টপলেভেল এর ডোমেইন নাও থাকে শুধু মাত্র ব্লগার ডোমেইন দিয়েই আপনি  ১০০% আপনার নিজের কন্টেন্ট পোস্ট করেন তাহলেই আপনি গুগল এডসেন ।

আপনি যদি এখানে লক্ষ করেন দেখতে পাবেন।

  [Eligibility requirment for adsense]









(১)

আপনি যদি এডসেন্সে এপ্রুভাল পেতে চান তাহলে গুগল আপনাকে সর্বপ্রথমই বলে দিয়েছে, আপনার কনটেন্ট অরিজিনাল হতে হবে, হাই কোয়ালিটি হতে হবে, এবং আপনার কনটেন্ট অডিয়েন্সকে এংগেজ করতে পারছে কি না ।এটাই তারা আপনাকে প্রথমেই বলে দিচ্ছে।

সে জন্য আপনাকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে অন্য কোনো কন্টেন্ট কপি বা অন্য কারো আর্টিকেল কপি করে আপনার ওয়েবসাইটে পোস্ট করে টাকা আয় করতে চাওয়ার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে কিন্তু এটা সম্পুর্ন ভুল একটা চিন্তাভাবনা।

(২)




আপনার যে কনটেন্ট সেটা এডসেন্স এর টার্মস এন্ড কন্ডিশন এর মধ্যে পরে কি না, তবে তার আগে আপনার যে ওয়েবসাইট টা আছে সেখানে অনেক পোস্ট থাকতে হবে মানে আপনার নিজস্ব পোস্ট থাকতে হবে।

  আপনি ৩ টা ৫ টা পোস্ট করেই যদি আপনি চান আপনার ব্লগার ওয়েবসাইটে মনিটাইজেশন পাবেন তাহলে এটা কিন্তু সম্পুর্ন ভুল একটা ধারণা, অবশ্যই আপনি  আপনার ওয়েবসাইটে অনেক পোস্ট করুন,

ইউনিক আর্টিকেল লিখুন, চেষ্টা করবেন প্রতিটা পোস্টে কমপক্ষে ৫০০ ওয়ার্ড এর বেশি লিখতে। 


(৩) 

  আপনি যেই কন্টেন্ট টা ক্রিয়েট করছেন সেটা এডসেন্স এর টার্মস পলিসি মানে কি না আপনারা চাইলে এখান থেকে এডসেন্স টার্মস এন্ড পলিসি গুলা পরে নিতে পারেন।


(৪)

আপনার যে ওয়েবসাইট টা আছে সেটা মূলত এডসেন্স এর জন্য রেডি কি না।




এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা আপনাকে বলে দিয়েছে যে আপনার সাইটটা কোনো কিছুর জন্য স্পেশাল কিনা ,  আপনি যে ব্লগার সাইটটা খুলেছেন সেটা ,মূলত কোনো কিছুর জন্য স্পেশাল কিনা বা কোনো বিষয়ের জন্য স্পেশাল কিনা ।



এবং এর মধ্যে দুইটা জিনিস অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে-

(১) 



Consider the arrangement of the elements,আপনার যেই সমস্ত এলিমেন্টস গুলা আছে যেমন আপনি পোস্টের মধ্যে ছবি দিয়েছে টেক্সট দিয়েছেন কোনো লিঙ্ক দিয়েছেন এই সমস্ত বিষয় গুলো আপনি সুন্দর ভাবে এরেঞ্জমেন্ট করেছেন কিনা, পোস্ট গুলা ইউজার ফ্রেন্ডলি কিনা।

(২) 



providing a comment section for your visitors. আপনার যদি ওয়েবসাইটে কোনো ধরনের কমেন্ট সেকশন না থাকে তাহলে কিন্তু সে ক্ষেত্রে এডসেন্স এর মনিটাইজেশন এর জন্য এলিজিবল নাহ,

আপনাকে আরো খেয়াল রাখতে হবে আপনার যে ব্লগার টা আছে সেটা ইউজার ফ্রেন্ডলি কি না বা ব্যাবহার এর জন্য সহজ কি না,

  • Alignment - are all the elements lined up correctly?
  • Readability - is the text easy to read?
  • Functionality - do your drop-down lists work correctly?

তার পর যেটা আসে






আপনার বয়স ১৮ বছর হয়েছে কি না, এটাও কিন্তু গুগল এডসেন্স মনিটাইজেশন পলিসির মধ্যে পরে, আপনার বয়স ১৮ হয়েছে কি না যখন আপনি গুগল এডসেন্স এ মনিটাইজেশন পাওয়ার জন্য ব্লগারে কে এপ্লাই করবেন।

তবে আপনার বয়স যদি ১৮ না হয় সে ক্ষেত্রে আপনার বাবা বা মায়ের নামে গুগল এডসেন্স খুলবেন যেনো পরবর্তিতে তাদের আইডি (NID) দিয়ে এডসেন্স ভেরিফিকেশন করতে পারেন। 


আশা করছি এই নিয়ম কানুন গুলা মেনে চললেই আপনার এডসেন্স এ এপ্রুভাল পেতে ঝামেলায় পরতে হবে না।


0 Response to "How To Get Google AdSense Approval For Blogger ।"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads